যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মনিরুল ইসলাম মনিকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার কুদলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, মনিরুল ইসলামকে স্থানীয়রা নাশকতা পরিকল্পনা করার সময় আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। তিনি এফআইআর নং ০৬ নম্বর মামলার এজাহারনামীয় আসামী।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মনিরুল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগে সক্রিয় থাকলেও সম্প্রতি তিনি তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করার অভিযোগে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন। এ কারণে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে দিয়েছেন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানিয়েছেন, “মনিরুল ইসলামকে এলাকার লোকজন ধরে আমাদের কাছে দিয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।











