বিএনপি-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব্রাহ্মণবাড়িয়ায় বলেছেন, দেশের মানুষ স্বৈরাচারী শাসনের দিকে ফিরে যেতে চায় না। তিনি দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র প্রতিনিধি নির্বাচন বন্ধ রয়েছে।
রিজভী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে দেশের নদী-খাল-বিল প্রতিবেশী দেশে লিজ দেওয়া হয়েছে। তবে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশে স্বাভাবিক অবস্থা ফিরবে না।
উদ্ভাবনী অবদানের জন্য যুব বিজ্ঞানীদের সংবর্ধনা:
বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উদ্ভাবনী অবদানের জন্য তিন কিশোর বিজ্ঞানী—আহনাফ বিন আশরাফ নাবিল, লাবিব ইসলাম ও আরিয়ান ইসলাম—কে আর্থিক সহায়তা প্রদান করেন। তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বীকৃতি পেয়েছে এবং মালয়েশিয়ায় একটি বিজ্ঞান মেলায় অংশ নিতে যাচ্ছে।











