বেনাপোলে বিএনপি কর্মী মিজানের জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামের বিএনপি কর্মী মোঃ মিজানের জানাজা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিমুদ্দিন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক। এছাড়া ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সবুর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল সহ পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।
উল্লেখ্য, মোঃ মিজান বিএনপির কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে











