যশোর সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নেশাদ্রব্য জব্দ করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ নভেম্বর) রুদ্রপুর, গোগা, কায়বা এবং পুটখালী বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০৫ বোতল উইনকোরেক্স সিরাপ এবং ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার মোট সংখ্যা ৫৫৫ বোতল।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদক চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
উইনকোরেক্স পাচার বৃদ্ধি:
বিজিবি আরও জানিয়েছে, বর্তমানে ভারত থেকে ফেনসিডিলের নতুন সংস্করণ হিসেবে উইনকোরেক্স সিরাপ অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করছে। এই পাচার রোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা আরও বাড়ানো হয়েছে।
উদ্ধারকৃত উইনকোরেক্স সিরাপ ও ফেনসিডিল ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে। এর আগে (২১ নভেম্বর) রুদ্রপুর সীমান্ত থেকে আরও ৫০ পিস উইনকোরেক্স সিরাপ জব্দ করেছিল ২১ বিজিবি।
সংবাদ শিরোনামের অন্যান্য বিকল্প:
* যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল উইনকোরেক্স ও ফেনসিডিল জব্দ
* ফেনসিডিলের ‘নতুন সংস্করণ’ উইনকোরেক্স পাচার: যশোর সীমান্তে ৫৫৫ বোতলসহ জব্দ করল বিজিবি
০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
বেনাপোল সীমান্ত থেকে ৫৫৫ বোতল ভারতীয় নেশাদ্রব্য জব্দ করল বিজিবি:
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৫:১৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- ৫২১
সর্বাধিক পঠিত














