০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত বেড়ে অন্তত ৯৪, নিখোঁজ ৩০০

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫১৩

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে লাগা এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরও প্রায় ৩০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
দমকলকর্মীরা ২৪ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন, তবে এরই মধ্যে বিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে।
এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী সন্দেহে, ওই আবাসন সংস্কারের দায়িত্বে থাকা একটি নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে হংকং পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, নির্মাণ সংস্থার দায়িত্বে অবহেলা এবং অনিরাপদ নির্মাণ সামগ্রীর কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। হংকংয়ে প্রায় ৮০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।
বুধবার হংকংয়ের স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে।
ওয়াং ফুক কোর্ট আট ব্লকের ২০০০ আবাসিক ইউনিটের একটি কমপ্লেক্স। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লকগুলো নতুন করে নির্মাণের কাজ চলছিল। ভবনগুলোতে সংস্কার কাজের জন্য বাঁশ আর জালের ঘেরাটোপ ছিল।
উদ্ধারকারীরা তীব্র তাপ ও ঘন ধোঁয়ার মধ্যে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করেছেন যাতে ওপরের তলায় আটকা পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানো সম্ভব হয়।

সর্বাধিক পঠিত

বেনাপোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত বেড়ে অন্তত ৯৪, নিখোঁজ ৩০০

আপডেট: ০৭:৩৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে লাগা এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরও প্রায় ৩০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
দমকলকর্মীরা ২৪ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন, তবে এরই মধ্যে বিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে।
এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী সন্দেহে, ওই আবাসন সংস্কারের দায়িত্বে থাকা একটি নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে হংকং পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, নির্মাণ সংস্থার দায়িত্বে অবহেলা এবং অনিরাপদ নির্মাণ সামগ্রীর কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। হংকংয়ে প্রায় ৮০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।
বুধবার হংকংয়ের স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে।
ওয়াং ফুক কোর্ট আট ব্লকের ২০০০ আবাসিক ইউনিটের একটি কমপ্লেক্স। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লকগুলো নতুন করে নির্মাণের কাজ চলছিল। ভবনগুলোতে সংস্কার কাজের জন্য বাঁশ আর জালের ঘেরাটোপ ছিল।
উদ্ধারকারীরা তীব্র তাপ ও ঘন ধোঁয়ার মধ্যে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করেছেন যাতে ওপরের তলায় আটকা পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানো সম্ভব হয়।