ময়মনসিংহের ত্রিশালে স্কুলছাত্র ফাহিমকে (১৫) হত্যার পর ঘাতক নিজেই রক্তমাখা ধারালো চাইনিজ কুড়াল নিয়ে থানায় আত্মসমর্পণ করেছে। গ্রেপ্তার হওয়া যুবকের নাম অহিদুল ইসলাম অনিক (২৪)।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, অনিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিহত ফাহিমের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে কেন হত্যা করল জানি না। অনিক পরিকল্পিতভাবে ফাহিমকে ডেকে নিয়ে হত্যা করেছে।” তিনি ছেলে হত্যার কঠিন বিচার দাবি করেছেন।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ নিশ্চিত করেছেন, নিহত ফাহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অনিককে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
ময়মনসিংহে স্কুলছাত্র ফাহিম হত্যা: ঘাতক রক্তমাখা অস্ত্র হাতে থানায় আত্মসমর্পণ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:২২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- ৫১৬
সর্বাধিক পঠিত











