মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের পৃথক অভিযানে ৮ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করেছে। পরে তাঁদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়
বাহারুল ইসলাম বসুন্দিয়া মোড় ৪ পিস ইয়াবা ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা |
| নাজিম উদ্দীন ছিন্টু (৪২) | বসুন্দিয়া মোড় | ৪ পিস ইয়াবা | ৩০ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা |
| জাহাঙ্গীর হোসেন | নিরালা পট্টি | ৫০ গ্রাম গাঁজা | ৩০ দিনের কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা |
* অভিযানে উপপরিদর্শক রাফিজা খাতুন ও শেখ আবুল কাশেম প্রসিকিউশন পরিচালনা করেন।
* নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই দণ্ডাদেশ প্রদান করেন।











