০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

যশোরে এমএম কলেজ পুরাতন ছাত্রাবাসএ এক যুবককে মারধর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫২০

যশোরের পুরাতন এমএম কলেজ ছাত্রাবাস এলাকায় মো. হাসিব (২২) নামে এক যুবককে মারপিট করে আহত করার ঘটনা ঘটেছে। আহত হাসিব যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মাসুদ রানার ছেলে এবং শহরের প্যারিস রোডের একটি ফাস্টফুড দোকানের ওয়েটারের কাজ করেন।
* সময় ও স্থান: বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফাতেমা হাসপাতাল ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মাঝামাঝি পুরাতন এম এম কলেজ ছাত্রাবাস ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
* ঘটনার সূত্রপাত: আহত হাসিব জানান, তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ছাত্রাবাস ক্যাম্পাসে যান। সেখানকার টয়লেট তালাবদ্ধ থাকায় তিনি পাশের জঙ্গল এলাকায় যান।
* হামলা: জঙ্গল এলাকায় যাওয়ার পর ক্যাম্পাসের অজ্ঞাত ২-৩ জন ব্যক্তি তাঁকে গালিগালাজ করতে শুরু করে এবং কাঠের লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করে গুরুতর জখম করে।
* চিকিৎসা: হামলার পর হাসিব নিজেই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, আহত হাসিবের শারীরিক অবস্থা আশঙ্কা মুক্ত।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানিয়েছেন যে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরে এমএম কলেজ পুরাতন ছাত্রাবাসএ এক যুবককে মারধর

আপডেট: ০৬:৫৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

যশোরের পুরাতন এমএম কলেজ ছাত্রাবাস এলাকায় মো. হাসিব (২২) নামে এক যুবককে মারপিট করে আহত করার ঘটনা ঘটেছে। আহত হাসিব যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মাসুদ রানার ছেলে এবং শহরের প্যারিস রোডের একটি ফাস্টফুড দোকানের ওয়েটারের কাজ করেন।
* সময় ও স্থান: বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফাতেমা হাসপাতাল ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মাঝামাঝি পুরাতন এম এম কলেজ ছাত্রাবাস ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
* ঘটনার সূত্রপাত: আহত হাসিব জানান, তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ছাত্রাবাস ক্যাম্পাসে যান। সেখানকার টয়লেট তালাবদ্ধ থাকায় তিনি পাশের জঙ্গল এলাকায় যান।
* হামলা: জঙ্গল এলাকায় যাওয়ার পর ক্যাম্পাসের অজ্ঞাত ২-৩ জন ব্যক্তি তাঁকে গালিগালাজ করতে শুরু করে এবং কাঠের লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করে গুরুতর জখম করে।
* চিকিৎসা: হামলার পর হাসিব নিজেই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, আহত হাসিবের শারীরিক অবস্থা আশঙ্কা মুক্ত।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানিয়েছেন যে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।