০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাত যুবকের মরদেহ,উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫২৩

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথের সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কে বা কারা ওই যুবককে ফেলে রেখে দ্রুত সরে পড়ে। রাত পৌনে দশটা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি, যা জনমনে রহস্যের জন্ম দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা জরুরি বিভাগের সামনের একটি কোণায় হঠাৎ এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন, তার জ্ঞান নেই।
মৃত যুবকের অবস্থা:
* তার পরিধানে ছিল গেঞ্জি ও লুঙ্গি।
* পা খালি ছিল, এবং পা দুটি দেখে মনে হচ্ছিল দীর্ঘদিন পানিতে ভেজানো ছিল।
তাৎক্ষণিক খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও কর্তব্যরত কর্মীরা তাকে ভেতরে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ নিশ্চিত করেন, “পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, ওই যুবকটি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন।”
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, মরদেহটি কীভাবে সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্ট পরীক্ষার মাধ্যমে দ্রুত পরিচয় জানার চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাত যুবকের মরদেহ,উদ্ধার

আপডেট: ১০:০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথের সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কে বা কারা ওই যুবককে ফেলে রেখে দ্রুত সরে পড়ে। রাত পৌনে দশটা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি, যা জনমনে রহস্যের জন্ম দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা জরুরি বিভাগের সামনের একটি কোণায় হঠাৎ এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন, তার জ্ঞান নেই।
মৃত যুবকের অবস্থা:
* তার পরিধানে ছিল গেঞ্জি ও লুঙ্গি।
* পা খালি ছিল, এবং পা দুটি দেখে মনে হচ্ছিল দীর্ঘদিন পানিতে ভেজানো ছিল।
তাৎক্ষণিক খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও কর্তব্যরত কর্মীরা তাকে ভেতরে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ নিশ্চিত করেন, “পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, ওই যুবকটি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন।”
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, মরদেহটি কীভাবে সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্ট পরীক্ষার মাধ্যমে দ্রুত পরিচয় জানার চেষ্টা চলছে।