যশোরের ঢাকা রোডে অবস্থিত বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারের নিকটবর্তী মনিহার–নিউ মার্কেট সড়কের পাশের ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা মামুন ব্রিকসের সংলগ্ন ওই ড্রেনের পাশে ককটেল দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরা খাতুন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ককটেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কে বা কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ঘটনায় জনমনে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
যশোরে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার:
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- ৫১৫
সর্বাধিক পঠিত














