আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মফিকুল হাসান তৃপ্তি আজ বেনাপোল বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার, এই বিএনপি নেতা বেনাপোল বাজারের বিভিন্ন স্তরের মানুষ, ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও দোকান মালিকদের সাথে সরাসরি কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগের সময় তিনি সকলের কাছে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানান।

গণসংযোগকালে মফিকুল হাসান তৃপ্তি বলেন, তিনি জননেতা তারেক রহমান প্রণীত ৩১ দফা পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান।
তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়ী করার লক্ষ্যে শার্শাবাসীর সর্বাত্মক সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।











