০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

বেনাপোল বন্দর এলাকাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি: মফিকুল হাসান তৃপ্তি’র নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫১৪

যশোর-১ (শার্শা): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি শার্শা নির্বাচনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার বেনাপোল বাজার এলাকায় ব্যাপক জনসমাগমের মধ্যে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
পরে বেনাপোল পৌরসভার ১ নং সাদীপুর ওয়ার্ড বিএনপি আয়োজিত সামাজিক সম্পর্ক উন্নয়ন ও নির্বাচন প্রস্তুতিমূলক এক উঠান বৈঠকে তিনি অংশ নেন।
:্বেনাপোল স্থলবন্দর উন্নয়ন: তিনি বেনাপোল স্থলবন্দর সংলগ্ন সাদীপুর গ্রামের বিশেষ গুরুত্ব উল্লেখ করে বলেন, সুযোগ পেলে তিনি এই এলাকার যোগাযোগ, নিরাপত্তা ও বাণিজ্যিক সক্ষমতা আরও বাড়াতে চান।
কর্মসংস্থান ও বেকার ভাতা: নির্বাচিত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।
জলাবদ্ধতা নিরসন: বর্ষায় জলাবদ্ধতা দূরীকরণে স্থায়ী সমাধানের জন্য জিয়াউর রহমান প্রবর্তিত খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার ওপর জোর দেন।
নারী উন্নয়ন: মা-বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন, কম সুদে ঋণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা বলেন এবং বেগম খালেদা জিয়ার নারীনীতি এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।
স্বাস্থ্যসেবা ও শিক্ষা: এলাকায় একটি আধুনিক প্রযুক্তিনির্ভর হাসপাতাল প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের জন্য কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনার কথা জানান।
কৃষক ও সামাজিক নিরাপত্তা: কৃষকদের কম দামে সার-বীজ সরবরাহ, উৎপাদিত ফসলের সঠিক বাজারজাতকরণ এবং মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়া দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
রাজনৈতিক অবস্থান: তিনি ছাত্রজীবনে জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি শুরু করার স্মৃতিচারণ করে বলেন, তিনি সবসময় গণতন্ত্রের জন্য কাজ করেছেন এবং রাজনৈতিক নিপীড়নের মধ্যেও মানুষের পাশে থেকেছেন। নির্বাচিত এমপি না হয়েও বেনাপোল পৌরসভা প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক সুবিধা বৃদ্ধিতে ভূমিকার দাবি করেন তিনি।
১ নং সাদীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে এবং বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন এর সঞ্চালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেনাপোল পৌর বিএনপি সভাপতি নাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ সহ শার্শা থানা ও বেনাপোল পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল বন্দর এলাকাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি: মফিকুল হাসান তৃপ্তি’র নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক

আপডেট: ০৮:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

যশোর-১ (শার্শা): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি শার্শা নির্বাচনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার বেনাপোল বাজার এলাকায় ব্যাপক জনসমাগমের মধ্যে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
পরে বেনাপোল পৌরসভার ১ নং সাদীপুর ওয়ার্ড বিএনপি আয়োজিত সামাজিক সম্পর্ক উন্নয়ন ও নির্বাচন প্রস্তুতিমূলক এক উঠান বৈঠকে তিনি অংশ নেন।
:্বেনাপোল স্থলবন্দর উন্নয়ন: তিনি বেনাপোল স্থলবন্দর সংলগ্ন সাদীপুর গ্রামের বিশেষ গুরুত্ব উল্লেখ করে বলেন, সুযোগ পেলে তিনি এই এলাকার যোগাযোগ, নিরাপত্তা ও বাণিজ্যিক সক্ষমতা আরও বাড়াতে চান।
কর্মসংস্থান ও বেকার ভাতা: নির্বাচিত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।
জলাবদ্ধতা নিরসন: বর্ষায় জলাবদ্ধতা দূরীকরণে স্থায়ী সমাধানের জন্য জিয়াউর রহমান প্রবর্তিত খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার ওপর জোর দেন।
নারী উন্নয়ন: মা-বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন, কম সুদে ঋণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা বলেন এবং বেগম খালেদা জিয়ার নারীনীতি এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।
স্বাস্থ্যসেবা ও শিক্ষা: এলাকায় একটি আধুনিক প্রযুক্তিনির্ভর হাসপাতাল প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের জন্য কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনার কথা জানান।
কৃষক ও সামাজিক নিরাপত্তা: কৃষকদের কম দামে সার-বীজ সরবরাহ, উৎপাদিত ফসলের সঠিক বাজারজাতকরণ এবং মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়া দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
রাজনৈতিক অবস্থান: তিনি ছাত্রজীবনে জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি শুরু করার স্মৃতিচারণ করে বলেন, তিনি সবসময় গণতন্ত্রের জন্য কাজ করেছেন এবং রাজনৈতিক নিপীড়নের মধ্যেও মানুষের পাশে থেকেছেন। নির্বাচিত এমপি না হয়েও বেনাপোল পৌরসভা প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক সুবিধা বৃদ্ধিতে ভূমিকার দাবি করেন তিনি।
১ নং সাদীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে এবং বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন এর সঞ্চালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেনাপোল পৌর বিএনপি সভাপতি নাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ সহ শার্শা থানা ও বেনাপোল পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।