কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে প্রস্তুত হওয়া নারী, শিশু ও পুরুষসহ মোট ২৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথ অভিযানিক দল। উন্নত জীবন ও চাকরির প্রলোভনে এই বিশাল দলটিকে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে পাচারকারীরা কচ্ছপিয়া ঘাটসংলগ্ন বিচ এলাকায় বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করেছে। এই তথ্যের ভিত্তিতেই সোমবার দিবাগত রাত ১টায় কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া এবং পুলিশের একটি যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে তাদের উন্নত জীবনযাপন এবং উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে আসছিল। এই প্রলোভনেই তারা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য সেখানে সমবেত হয়েছিলেন।
উদ্ধার হওয়া ২৮ জনের দলে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক উভয়ই রয়েছে বলে জানা গেছে।
তবে, দুর্ভাগ্যবশত অভিযানের সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হওয়ায় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানবপাচার প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।














