সংগঠনবিরোধী কার্যকলাপে বারবার জড়িত থাকার অভিযোগে নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইমামুল হক ইমামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে যশোর সদর উপজেলা ছাত্রদল। পূর্বে একই অভিযোগে সতর্ক করা হলেও কয়েক দিনের মধ্যেই ফের তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর জারি করা নোটিশে ইমামুল হক ইমামকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাবসহ সশরীরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের সামনে হাজির হয়ে কৈফিয়ত দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, এর আগে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন এবং সদস্য সচিব পিকুল হোসেন সরেজমিনে ইমামের এলাকায় গিয়ে তাকে সতর্ক করে আসেন। এর পরেও গত ২১ নভেম্বর তার বিরুদ্ধে পুনরায় অভিযোগ দেওয়া হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
পদক্ষেপের কারণ
নোটিশে ইমামুল হক ইমামকে স্পষ্ট করে জানাতে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। এই বিষয়ে তাকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে হবে।














