সোমবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে এ ফাঁদ উদ্ধার করা হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন টেকের খাল এলাকা থেকে ১০ কেজি হরিণ ধরা দায়োনা ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।
সংশ্লিষ্টরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন তার স্টাফদের নিয়ে টেকের খান এলাকায় অভিযান চালিয়ে কাদার নিচে পুঁতে রাখা ১০ কেজি দায়োনা ফাঁদ উদ্ধার করেন। এ ফাঁদ দিয়ে হরিণ ধরা হয়।
কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন ফাঁদ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।











