০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

ঝিনাইদহে অনলাইন জুয়ার এজেন্ট আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৫৮৭

ঝিনাইদহে মেহেদী হাসান (২৩) নামে অনলাইন জুয়ার বাংলাদেশি এক এজেন্টকে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চর মুরারীদহ (আবাসন ব্রিজ সংলগ্ন) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে জানানো হয়। পুলিশ তার কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি ল্যাপটপ জব্দ করে।

জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই খালিদ হাসান বলেন, ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন বেটিং সাইটের এজেন্ট হিসেবে কাজ করতেন মেহেদী। সামাজিক যোগাযোগে মাধ্যম প্রলোভনমূলক বিজ্ঞাপন ছড়িয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় যুক্ত করতেন তিনি। এতে কমিশন পেতেন।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এএসআই ইখলাছুর রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় সাব-এজেন্ট নিয়োগ করে অনলাইন জুয়ার চক্র বিস্তার করেন তিনি। মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মাধ্যমে আর্থিক লেনদেন করে জুয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দিতেন। ফিলিপাইন থেকে কমিশনও পেতেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, সাইবার অপরাধ এখন বড় হুমকি। জেলা পুলিশ এসব অপরাধ রুখতে কঠোরভাবে কাজ করছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী একটি মামলা হয়েছে।

 

সর্বাধিক পঠিত

বেনাপোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে অনলাইন জুয়ার এজেন্ট আটক

আপডেট: ০১:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

ঝিনাইদহে মেহেদী হাসান (২৩) নামে অনলাইন জুয়ার বাংলাদেশি এক এজেন্টকে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চর মুরারীদহ (আবাসন ব্রিজ সংলগ্ন) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে জানানো হয়। পুলিশ তার কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি ল্যাপটপ জব্দ করে।

জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই খালিদ হাসান বলেন, ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন বেটিং সাইটের এজেন্ট হিসেবে কাজ করতেন মেহেদী। সামাজিক যোগাযোগে মাধ্যম প্রলোভনমূলক বিজ্ঞাপন ছড়িয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় যুক্ত করতেন তিনি। এতে কমিশন পেতেন।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এএসআই ইখলাছুর রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় সাব-এজেন্ট নিয়োগ করে অনলাইন জুয়ার চক্র বিস্তার করেন তিনি। মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মাধ্যমে আর্থিক লেনদেন করে জুয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দিতেন। ফিলিপাইন থেকে কমিশনও পেতেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, সাইবার অপরাধ এখন বড় হুমকি। জেলা পুলিশ এসব অপরাধ রুখতে কঠোরভাবে কাজ করছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী একটি মামলা হয়েছে।