যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালি গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ধারালো দায়ের কোপে স্বামী ফজর আলী (৫৫) গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত ফজর আলী একই গ্রামের মধু সরদারের ছেলে। ফজর আলীর নিকটাত্মীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে স্ত্রী রোজীনা বেগম (৪৫)-এর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার কথা-কাটাকাটি শুরু হয়। এই বিবাদ একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। হাতাহাতির এক মুহূর্তে স্ত্রী রোজীনা বেগম একটি ধারালো দা দিয়ে ফজর আলীর মাথায় কোপ মারেন। এতে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
আহত অবস্থায় ফজর আলীকে দেখতে পেয়ে পরদিন ভোর হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ফজর আলীকে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
যশোরের ঝিকরগাছায় স্ত্রীর দায়ের কোপে স্বামী গুরুতর আহত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- ৫১৮












