আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় মনোযোগ দিয়েছেন বিএনপি মনোনীত যশোর–১ (শার্শা) আসনের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি।

আজ (বুধবার, ২৬ নভেম্বর ২০২৫) তিনি শার্শা উপজেলার বেনাপোল ০৪ নং ওয়ার্ডের কাগজপুকুর এলাকায় স্থানীয় বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
উক্ত উঠান বৈঠকের পাশাপাশি জনাব মফিকুল হাসান তৃপ্তি এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন। এই গণসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান। এসময় স্থানীয় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তার সাথে সক্রিয়ভাবে অংশ নেন।












