নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ চারজনকে ঢাকা ও কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
মঙ্গলবার বিকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলন করে বিষয়টি সংবাদমাধ্যমেকে নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কুষ্টিয়ার একটি বহুতল ভবন থেকে সুব্রত বাইনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। “বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি ইউনিট দুজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও তাদের দুজন সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।”
গ্রেপ্তারকৃতরা হলেন- সুব্রত বাইন, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ।
তাদের গ্রেপ্তারের বিষয়ে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আজ আনুমানিক ভোর ৫ টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়।
“পরবর্তী সময়ে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে।”











